সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ ইউসুফ আলী একজন সনামধন্য স্পাইন ও অর্থোপেডিক সার্জন। তিনি এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর অর্থোপেডিক্সে এমএস ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্দালয়ে স্পাইনাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান হিসাবে কর্মরত আছেন। তিনি নিয়মিত বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন।
সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ ইউসুফ আলী নিম্নোক্ত রোগসমূহের চিকিৎসা ও অপারেশন করে থাকেনঃ
♦ হাড় জোড়া, বিকলাঙ্গ, বাত ব্যাথা, প্যারালাইসিস
♦ মেরুদণ্ডের দুই হাড়ের ডিস্ক সরে যাওয়া
♦ মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যাওয়া বা হাড় সরে যাওয়া
♦ মেরুদণ্ডের হাড় বা ডিস্ক ক্ষয়
♦ মেরুদণ্ডের স্নায়ুপথ সংকুচিত হওয়া
♦ মেরুদণ্ডের সকল রোগের চিকিৎসা ও অপারেশন