সহকারী অধ্যাপক ডাঃ মৌসুমি সান্যাল এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর মেডিসিনে এমআরসিপি ও এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন।
সহকারী অধ্যাপক ডাঃ মৌসুমি সান্যাল নিম্নোক্ত রোগ ও সমস্যা সমুহের চিকিৎসা প্রদান করে থাকেনঃ
♦ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
♦ উচ্চরক্তচাপ, হজম ও লিভারের সমস্যা
♦ গ্যাস্ট্রিক, আলসার, বদহজম, ক্ষুধামন্দা
♦ শরীর ফুলে যাওয়া(পানি জমা)
♦ সর্দি, কাশি, শ্বাস-কষ্ট; কোলেস্টেরল ও ওজনের সমস্যা
♦ হেপাটাইটিস, রক্ত শূন্যতা ও অস্থিরতা
♦ স্ট্রোক, অজ্ঞান হয়ে যাওয়া
♦ খিঁচুনি ও মৃগী রোগসহ মেডিসিন বিভাগের সকল রোগের চিকিৎসা