অধ্যাপক ডাঃ মোঃ গোলাম রহমান (দুলাল) একজন স্বনামধন্য অর্থোপেডিক সার্জন। তিনি এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর অর্থোপেডিক্সে ডি-অর্থো(পঙ্গু হাসপাতাল) এবং এমএস ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি আদ-দ্বীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন।
অধ্যাপক ডাঃ মোঃ গোলাম রহমান (দুলাল) নিম্নোক্ত রোগ সমুহের চিকিৎসা ও অপারেশন করে থাকেনঃ
♦ হাড় ব্যাথা ও হাড় ভাঙ্গা
♦ হাড়ের টিউমার, হাড় প্রতিস্তাপন
♦ মেরুদণ্ডের সমস্যা
♦ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ টেন্ডন ও লিগামেন্ট রিপেয়ার
♦ যেকোনো দুর্ঘটনাজনিত হাড়ের সমস্যা, হাড়ের স্থানচ্যুতির চিকিৎসা ও অপারেশন
♦ সকল প্রকার হাড়, অস্থিসংযোগ, মেরুদণ্ডের চিকিৎসা ও অপারেশন