Dr. Asma Akter Soniya

Home » Profiles » Dr. Asma Akter Soniya

ডাঃ আসমা আক্তার সোনিয়া এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর গাইনি অনকোলজিতে এমএস ও এমআরসিওজি ডিগ্রী অর্জন করেছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অবস এন্ড গাইনী বিভাগের কনসালটেন্ট হিসাবে কর্মরত আছেন। তিনি নিয়মিত বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।

ডাঃ আসমা আক্তার সোনিয়া নিম্নোক্ত রোগ-সমুহের চিকিৎসা ও অপারেশন করে থাকেনঃ

♦ গর্ভধারণপূর্ব, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরামর্শ ও চিকিৎসা সেবা

♦ গর্ভকালীন বিভিন্ন জটিলতা

♦ নরমাল ডেলিভারি; সিজারিয়ান সেকশান

♦ গাইনোকোলজিকেল বিভিন্ন টিউমার

♦ গাইনোকোলজিকেল ক্যান্সার

♦ জরায়ু, ডিম্বাশয়(ওভারী), ডিম্বনালী(টিউব) এর সংক্রমণ, পলিপ, সিস্ট, টিউমার

♦ জরায়ু ও ভ্যাজাইনাল প্রোলাপ্স (নিচে নেমে যাওয়া)

♦ অনিয়মিত মাসিক সহ সকল প্রসূতি ও গাইনী রোগের চিকিৎসা ও অপারেশন

Socials