ডাঃ রাহনুমা পারভীন এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর মেডিসিনে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন।
ডাঃ রাহনুমা পারভীন নিম্নোক্ত রোগ ও সমস্যা সমুহের চিকিৎসা প্রদান করে থাকেনঃ
♦ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
♦ উচ্চরক্তচাপ, হজম ও লিভারের সমস্যা
♦ গ্যাস্ট্রিক, আলসার, বদহজম, ক্ষুধামন্দা
♦ শরীর ফুলে যাওয়া(পানি জমা)
♦ সর্দি, কাশি, শ্বাস-কষ্ট; কোলেস্টেরল ও ওজনের সমস্যা
♦ হেপাটাইটিস, রক্ত শূন্যতা ও অস্থিরতা
♦ স্ট্রোক, অজ্ঞান হয়ে যাওয়া
♦ খিঁচুনি ও মৃগী রোগসহ মেডিসিন বিভাগের সকল রোগের চিকিৎসা