![](https://www.bmchltd.com/wp-content/uploads/2024/06/dr.-sajol-234x300.png)
সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মুখলেছুর রহমান (সজল) এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর সার্জারিতে এফসিপিএস এবং ইউরোলজিতে এমএস ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রদান হিসাবে কর্মরত আছেন। তিনি নিয়মিত বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন।
সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মুখলেছুর রহমান (সজল) নিম্নোক্ত রোগ-সমুহের চিকিৎসা ও অপারেশন করে থাকেনঃ
♦ কিডনি, মূত্রনালি, মুত্রথলি, প্রোস্টেটের প্রদাহ ও ইনফেকশন
♦ পুরুষাঙ্গ, অণ্ডকোষ, যৌনরোগ
♦ মূত্রনালি ও মুত্রথলির ছোট পাথর চিকিৎসা।
♦ এন্ডোস্কপি মেশিনের সাহায্যে প্রোস্টেট, মুত্রথলি, মুত্রনালি, কিডনির টিউমার, ক্যানসার ও পাথর অপারেশন
♦ ল্যাপারস্কপিক পদ্ধতিতে পিত্তথলির পাথর, কিডনির টিউমার, সিস্ট ও অ্যাড্রেনাল গ্রন্থির টিউমার অপারেশন।
♦ পেট কেটে কিডনির বড় পাথর, সিস্ট, টিউমার
♦ মুত্রপথের দীর্ঘ স্টিকচার, পুরুষাঙ্গের টিউমার, অণ্ডকোষের বড় টিউমার, হার্নিয়া, হাইড্রোসিল অপারেশন