ডাঃ মোঃ কামরুল ইসলাম এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর অর্থোপেডিক্সে ডি-অর্থো এবং ইন্ডিয়া থেকে এফআইপিএম ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগের অর্থোপেডিক ও ট্রমা সার্জন হিসাবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন।
ডাঃ মোঃ কামরুল ইসলাম নিম্নোক্ত রোগ-সমুহের চিকিৎসা ও অপারেশন করে থাকেনঃ
♦ হাড় ভাঙ্গা, বিকলাঙ্গ, বাতব্যাথা
♦ মেরুদণ্ডের রোগ
♦ হাড় ও জয়েন্ট সংক্রমণ (ইনফেকশন), হাড়ের স্থানচ্যুতি
♦ টিস্যু ইনজুরি (আঘাত), মাংসপেশির সংক্রমণ ও টিউমার
♦ লিগামেন্ট ও টেন্ডন সংক্রমণ রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় অপারেশন