সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শাহিন রেজা এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর শিশু-সার্জারি বিষয়ে এমএস ও এফএসিএস ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি নিয়মিত বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন।
সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শাহিন রেজা নিম্নোক্ত রোগমূহের চিকিৎসা ও অপারেশন করে থাকেনঃ
♦ শিশুর হার্নিয়া, হাইড্রোসিল, ভেরিকোসিল
♦ আনডিসেন্ড টেস্টিস (অণ্ডকোষ নিচে না নামা), টরসন টেস্টিস
♦ হাইপোসপেডিয়াস ও ইপিসপেডিয়াস (প্রসাবের রাস্তার মুখে সমস্যা)
♦ ফাইমোসিস, প্যারাফাইমোসিস
♦ পিত্তথলির পাথর, এপেন্ডিসাইটিস, অগ্নাশয়ের সিস্ট
♦ খাদ্যনালীর সমস্যা
♦ জন্মগত পায়খানার রাস্তা না থাকা, পায়খানার রাস্তায় পলিপ
♦ এনাল ফিস্টুলা ও এবসেস
♦ হাইড্রোনেফ্রসিস, কিডনির টিউমার ও সিস্ট
♦ সুন্নতে খাৎনা সহ শিশু ও কিশোরদের সকল রোগ ও সমস্যাসমুহের চিকিৎসা ও অপারেশন