ডাঃ তাসনূভা শারমীন এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর শিশুরোগ বিষয়ে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগের কনসালটেন্ট হিসাবে কর্মরত আছেন। তিনি নিয়মিত বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন।
ডাঃ তাসনূভা শারমীন নিম্নোক্ত রোগ ও সমস্যাসমূহের চিকিৎসা প্রদান করে থাকেনঃ
♦ নবজাতক শিশুর পরিচর্যা, বমি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা, পেট ব্যাথা, জ্বর, খিঁচুনি, ওজন সমস্যা, জন্মগত ত্রুটি
♦ শিশুর লিভারের সমস্যা, জন্ডিস
♦ শিশু পুষ্টি, স্থুলতা, ভিটামিন ও মিনারেল জনিত সমস্যা
♦ শিশুর কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এজমা সমস্যা
♦ শিশুর বিকাশ জনিত সমস্যা
♦ ভ্যাক্সিন বিষয়ক পরামর্শ সহ নবজাতক, শিশু ও কিশোরদের যাবতীয় সমস্যা ও রোগ