Dr. Mohammad Murad Hossain

Home » Profiles » Dr. Mohammad Murad Hossain

ডাঃ মোহাম্মদ মুরাদ হোসেন এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর হেমাটোলজিতে এমডি ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে  ময়মনসিংহ মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি নিয়মিত বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন।

ডাঃ মোহাম্মদ মুরাদ হোসেন নিম্নোক্ত রোগ ও সমস্যাসমূহের চিকিৎসা প্রদান করে থাকেনঃ

♦ রক্তস্বল্পতা (এনেমিয়া), থ্যালাসেমিয়া (বংশগত রক্তরোগ)

♦ লিউকেমিয়া, সিএমএল, সিএলএল, মাল্টিপল মায়োলমা, লিম্ফোমা, পলিসাইথেমিয়া, ভেনাস থ্রোমবোসিস

♦ ডিআইসি (রক্ত জমাটে সমস্যা), আইটিপি (প্লাটিলেট কমে যাওয়া)

♦ অস্বাভাবিক রক্ত ক্ষরণ (হিমোফিলিয়া)

♦ চামড়ায় লালচে/কালচে রক্তের দাগ

♦ রক্তের ক্যান্সার, বোন-মেরোর সমস্যা

♦ রক্তরোগ জনিত জয়েন্টে সমস্যা, শরীরে পানি জমা, জন্ডিস, জ্বর সহ অন্যান্য সকল রক্তরোগের চিকিৎসা

Socials