
ডাঃ আহমেদ মামুনুল হক এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর কার্ডিওলজিতে এমডি ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছেন। তিনি নিয়মিত বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন।
ডাঃ আহমেদ মামুনুল হক নিম্নোক্ত রোগ ও সমস্যাসমূহের চিকিৎসা প্রদান করে থাকেনঃ
♦ বুক ব্যাথা(এনজাইনা)
♦ বুক ধড়ফড়(পালপিটিশন)
♦ অনিয়মিত হৃদস্পন্দন(এরিদমিয়া)
♦ হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, উচ্চ রক্তচাপ(হাইপারটেনশন)
♦ বাত-জ্বর(রিউমাটিক ফিভার)
♦ হৃদ-রোগ জনিত শ্বাসকষ্ট
♦ হঠাৎ অজ্ঞান হওয়া(সিনকোপাল অ্যাটাক)
♦ হৃদযন্ত্রের রক্তনালীতে ব্লক (ইশকেমিয়া)
♦ জন্মগত হৃদরোগ – হৃদযন্ত্রে ছিদ্র, বাল্বের সমস্যা, মাংসপেশীতে সমস্যা সহ সকল ধরণের হৃদরোগের চিকিৎসা