
ডাঃ তিমির দেবনাথ এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর ইএনটি তে এমসিপিএস ও এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি নিয়মিত বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন।
ডাঃ তিমির দেবনাথ নিম্নোক্ত রোগ ও সমস্যাসমূহের চিকিৎসা ও অপারেশন করে থাকেনঃ
♦ কানে কম শোনা, কানে পুজ/পানি পড়া, কানে শোঁশোঁ শব্দ, কানের পর্দায় ছিদ্র
♦ গলা ব্যাথা, টনসিলে সমস্যা, গলার স্বর পরিবর্তন হওয়া, গলার টিউমার/পলিপ, থাইরয়েড গ্লান্ডের সমস্যা(গলগণ্ড রোগ)
♦ এডেনয়েড, নাকের সমস্যা, নাকে রক্তক্ষরণ, নাকে পলিপ, নাকের হাড় বাঁকা, নাকের মাংস বেড়ে যাওয়া
♦ মাথা ব্যাথা, সাইনাসের সমস্যা সহ নাক-কান-গলার সকল রোগের চিকিৎসা ও অপারেশন